You are currently viewing হযরত আলী রাঃ এর ভালোবাসা নিয়ে উক্তি

হযরত আলী রাঃ এর ভালোবাসা নিয়ে উক্তি

আলি ইবনে আবু তালিব ছিলেন ( জন্ম: আনু. ১৩ সেপ্টেম্বর ৬০১ – আনু. ২৯ জানুয়ারি, ৬৬১ খ্রি.) ইসলাম এর নবি মুহম্মাদ এর চাচাতো ভাই, জামাতা ও সাহাবি, যিনি ৬৫৬ থেকে ৬৬১ সাল পর্যন্ত খলিফা হিসেবে গোটা মুসলিম বিশ্ব শাসন করেন। সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি মুহম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত ও প্রথম ইমাম। তিনি ছিলেন আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব ও ফাতিমা বিনতে আসাদের পুত্র, ফাতিমার স্বামী এবং হাসান ও হুসাইনের পিতা। তিনি আহল আল-কিসা ও আহল আল-বাইত এর একজন সদস্য হিসেবে শিয়া ও সুফিবাদী সুন্নি মুসলমানদের কাছে সম্মানিত। এই ব্লগ পোস্টে হযরত আলীর ভালোবাসা সম্পর্কিত কিছু অসাধারণ উক্তি তুলে ধরার সামান্য প্রয়াস করেছি।

মানুষকে একে অপরের প্রতি ভালোবাসা ও স্নেহ-মহব্বতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং জিনিসপত্র বা বস্তু ব্যবহার করার জন্য সৃষ্টি করা হয়েছে। যখন মানুষ বস্তুকে ভালোবাসে এবং মানুষকে ব্যবহার করে, তখন সামাজিক সমস্যা ও ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়।

ভালোবাসা সবাইকে নিবেদন করো; তবে তাকে সর্বাধিক ভালোবাস, যার অন্তরে তোমার জন্য তোমার চেয়েও অধিক ভালোবাসা বিদ্যমান।

এমনভাবে নিজের জীবনকে গড়ে তোলো, যেন মৃত্যুর পর মানুষ তোমাকে হারিয়ে শোক করে, আর জীবিত থাকলে তোমার সান্নিধ্য পাওয়ার জন্য আকুল থাকে।

হৃদয়ের রোগ দেহের রোগের চেয়েও কষ্ট আর যন্ত্রণার।

দেহ জল দিয়ে পবিত্র হয়,
অহংকার অশ্রু দিয়ে,
বুদ্ধি জ্ঞান দিয়ে,
আর আত্মা ভালোবাসা দিয়ে পবিত্র হয়।

একজন বন্ধুকে সত্যিকারের ততক্ষণ পর্যন্ত বন্ধু বলা যায় না যতক্ষণ না তিনটি পরিস্থিতিতে তার পরীক্ষা নেওয়া হয়: প্রয়োজনের সময়, তোমার অনুপস্থিতিতে, এবং তোমার মৃত্যুর পর।

মহান মানুষের মহৎ কাজ হলো ক্ষমা করা এবং ভুলে যাওয়া।

Leave a Reply