সাদাত হোসাইন (জন্ম ২১ মে ১৯৮৪) একজন বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক। তিনি নিজেকে গল্পকার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন সারাবিশ্বের বাঙালি পাঠকদের মাঝে তিনি অন্যতম জনপ্রিয় একজন লেখক।
১#
“সবটুকু কেড়ে নিতে ছেড়ে দেই ,
পেয়ে যাওয়া তোমার আধেক,
অথচ আকাশ ভেবে ,
একটা জীবন শুধু ছুঁয়ে গেছি মেঘ !”
২#
“আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর…”
৩#
“এমন বিষণ্ণ দিন শেষে
যদি খানিক আঁধার এসে,
ভীষণ আপন হয়ে বসে
তোমার আঙুলগুলোর ফাঁকে?
তখন আমার আঙুল ছাড়া
তুমি খুঁজবে কোথায় কাকে?”
৪#
“কিছুটা মেঘের মতো ছায়া যদি নামে,
কিছুটা বিষাদ আসে সন্ধ্যার খামে,
সকালের মিহি রোদ, রাত হয়ে যায়,
জেনে নিও, খুঁজে আর পাবেনা আমায়।”
৫#
“জানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা,
সাথে তোমাকেও, স্মৃতিগন্ধা!”
৬#
“এই যে লোকে লোকারণ্য শহর, সকাল-সন্ধ্যা ভিড় ভাট্টা জাগে,
তবুও এমন একলা লাগার মানে, ‘নিজের একটা মানুষ’ সবার লাগে। “
৭#
“আলগোছে হেঁটে যাই আলপথ ধরে,
পড়ে থাকে স্মৃতি কিছু কাঁদতে অঝোরে।”
৮#
“আম্মা বলতেন, তোমার পা নরম বলে তোমার জন্য কেউ পুরো পৃথিবীতে নরম মখমলের গালিচা বিছিয়ে দিবে না, কঠিন এই পৃথিবীতে হেঁটে যাওয়ার জন্য তোমাকে তোমার পা-ই শক্ত করতে হবে…”
৯#
“মানুষ তাই পাখি হতে চায়,
পাখি নাকি মৃত্যুর আগে, হয়ে যায় একা!
মানুষও পাখির মতই- শেষটা অদেখা।”
১০#
“যদিও মানুষ ভাবে কফিনের লাশে-
মানুষের মৃত্যু আসে।
অথচ মানুষ মরে রোজ,
যেখানে সে থেকেও নিখোঁজ।
যখন তারার মতো খসে যেতে যেতে
তাকিয়ে সে দেখে, ছিলোনা কোথাও আকাশে!”
১১#
“মানুষ মূলত বাঁচে মরে যেতে যেতে,
মানুষ মূলত বাঁচে ঝরে যেতে যেতে।”
১২#
“কেন ভাবে যেতে হবে দূর কোনো দেশে,
যেখানে চেনেনা কেউ তারে,
জানেনা কী ফেলে সে এসেছে!”
১৩#
“তবু তার দুঃখভার বুক,
পুষে রাখে না বলা অসুখ,
তবু তার মিছে হাসি মুখ,
লুকায় জলোচ্ছ্বাস, আসলে কুহক।”
১৪#
“মানুষ কেন পাখি হতে চায়,
কেন ভাবে, আছে সে ভুল ঠিকানায়?
এ বড় সহজ প্রশ্ন, উত্তর নয়।
মানুষতো আজন্ম পাখি,
উড়ে উড়ে ঠিকানা বদলায়!”
১৫#
“মেঘের মতো ভার হয়ে রয় বুক,
মেঘের মতো থমথমে কী ব্যথা!
মেঘতো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমছে ব্যাকুলতা।”
১৬#
“গাঁয়ে ছুটছে মানুষ, সন্ধ্যে হলে পাখি যেমন ঘরের খোঁজে ছোটে,
ক্ষিধে বাড়ছে পেটে, তবুও দ্বিধা আটকে রাখছে মধ্যবিত্ত ঠোঁটে!”
১৭#
“পৃথিবীতে যে পরিমাণ শ্রেষ্ঠ বাবা ও মা রয়েছেন, তার অর্ধেকও যদি শ্রেষ্ঠ মানুষ থাকতো, তাহলে পৃথিবীটা ক্রমশই নরক হওয়ার বদলে স্বর্গে পরিণত হতো!”
১৮#
“আমাদের কিছুই নেই,
অথচ সবটা সময় জুড়ে ভাবি-
এই বুঝি নিঃস্ব হলাম!”
১৯#
“তোমার জন্য অপেক্ষাতে দাঁড়িয়ে ছিলাম বলে,
মেঘ বলেছে খানিক আঁধার ঢেলেও,
বৃষ্টি আসুক আর কিছুক্ষণ পরে।”
২০#
“তোমার জন্য অঝর অশ্রু জলে, একটা জনম কাটিয়ে দিলাম বলে,
এই পৃথিবী হাজার বছর ধরে ,
নদীর নামে নারীর কথা বলে।”
২১#
“অভিমানে চলে যেতে যেতেও, ফিরে আসতেই-
দেখি, তোমার দরোজা জুড়ে খিল।
কোথাও চিহ্ন নেই আমি যে ছিলাম,
কোথাও গন্ধ নেই, যা কিছু দিলাম,
অন্য হাসি-কলোরোলে, গৃহ ঝিলমিল।”
২২#
“নতুন আলোয় ভাসে দখিনা দুয়ার,
নতুন জলের ভাষা অচেনা কুয়ার,
আমি তাই-
অচেনা আগন্তুক, উঠোনে দাঁড়াই।”
২৩#
“জানি, নির্বাক ঠোঁট তবু চোখ ছলছল,
সময়ের স্বরে বুঝি আমিই অচল।
আমি সে-ই,
বিভ্রম কেটে গেলে দেখি, আমি নেই।”
২৪#
“তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
একটা দোয়েল একটা চড়ুই পাখি,
খানিকটা পথ উড়েই এলো, কুড়িয়ে নিল খানিক বিষাদ জমা।”
২৫#
“তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
শিমুল ফুলের একটা নবীন কুড়ি,
পড়ল ঝরে অকাতরে, উতল হাওয়ার বুকের ভেতর কে সে প্রিয়তমা!”
২৬#
“তুমি কি মেঘ?
কী গাঢ়, গভীর, অথচ ছুঁতে গেলে নেই,
তুমি কি জল?
কী স্বচ্ছ, সহজ, অথচ প্রলয় নিমিষেই!”
২৭#
“যে তারাটি নেই আর যে তারাটি আছে,
যায়নিতো কখনোই কেউ কারো কাছে!”
২৮#
“যতদূর চোখ যায়, যতদূর যায় না,
সবখানে অদ্ভুত, তুমিময় আয়না।”
২৯#
“এই যে আকাশ ছেড়ে গেলে, এতোটা ছিলো না পৃথিবীও,
যে জানেনা আকাশের মানে, তার কাছে দ্বিধাতো আমিও!”

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.
শুভ অপরান্হ
আমি প্রায়শই এই সাইটে আসি।আমার পড়তে ভালো লাগে।অল্পস্বল্প লেখালেখি ও করা হয়। এই সাইটে লেখালেখি করার কোন সুযোগ আছে কি?অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকব।
শুভ অপরাহ্ন।
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। জেনে খুব ভালো লাগল যে আপনি নিয়মিত আমাদের সাইটে আসেন এবং পড়তে ভালোবাসেন। লেখালেখির প্রতি আপনার আগ্রহকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
মুখোশ সাইটে লেখালেখির সুযোগ রয়েছে। আমরা নতুন ও আগ্রহী লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহ দিই। আমাদের সাইটে মূলত নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে লেখা প্রকাশ করা হয়:
ইতিহাস, সাহিত্য, পুরাণ, জীবনী, লোককাহিনি, সাংস্কৃতিক বিশ্লেষণ, অনূদিত রচনা, গবেষণামূলক প্রবন্ধ, বই/চরিত্র পর্যালোচনা ও প্রাসঙ্গিক সমসাময়িক চিন্তাভাবনা।
আপনি এসব বিষয়ের যেকোনো একটি বা একাধিক বিষয় নিয়ে মৌলিক ও তথ্যনির্ভর লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: mehadibhuiyan@yahoo.com
আমরা লেখা পড়ে বিবেচনা করে আপনাকে জানাব প্রকাশের বিষয়ে। আশা করি, ভবিষ্যতে আপনাকে আমাদের একজন লেখক হিসেবে পাশে পাব।
আবারও ধন্যবাদ। আপনার আগ্রহ ও উপস্থিতি আমাদের চলার পথে এক মূল্যবান অনুপ্রেরণা।