সমরেশ বসুর উক্তি

সমরেশ বসুর উক্তি

সমরেশ বসু (১১ ডিসেম্বর ১৯২৪ – ১২ মার্চ ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু; কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয় অবিশ্বাস আর সন্দেহ।

ঘনিষ্ঠরা কাছে নেই, তুমি ছিলে বসে,
এক আকাশ ছায়া নিয়ে তুমি বসে ছিলে।

জীবন আমাদের ইচ্ছাধীন নয়।

যিনি জীবনকে ভালবাসেন তিনি সংগীতকে ভালো না বেসে পারেন না।

মানুষের জীবনের বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস, সন্দেহ।

Author

  • mukhoshblog

    "সবাই পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না।"

    -— লিও তলস্তয়

    View all posts

Leave a Reply