জীবন যেমন সত্য মৃত্যু ও তেমনই সত্য। জন্ম নিলের মৃত্যুর স্বাদ ও গ্রহণ করতে হবে। মৃত্যু বরাবরই একটি ভীতিকর ব্যাপার। মৃত্যু নিয়ে বিখ্যাত মানুষের কিছু বিখ্যাত উক্তি নিচে তুলে ধরেছি।
১#
ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
– শেক্সপীয়ার
২#
শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।
– ওল পিয়ার্ট
৩#
মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে। অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।
– সমরেশ মজুমদার
৪#
জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে।
– শহীদুল্লাহ্ কায়সার
৫#
আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, মারা যাই অতৃপ্তি নিয়ে।
– সাইরাস
৬#
নতজানু হয়ে সারাজীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত।
– চে গুয়েভারা
৭#
মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়।
– সক্রেটিস
৮#
আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে মরবো না! প্রভু উওর দিলেন যে
আমাকে জানে সে কখনো মরে না!”
– রুমি
৯#
মৃত্যু আমার বিবাহ,
বিবাহের দিন কি কেউ কাদে?
-রুমি
১০#
আমি আমার জন্য মরে গেছি,
বেচে আছি তোমার কারনে।
-রুমি
১১#
গোলাপ মরে গেলে
এবং বাগান বিধ্বস্ত,
আমরা কোথায় খুঁজে পাব
গোলাপের সুগন্ধি?
গোলাপ জলে।
– রুমি
১৩#
কখনোই কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না, তবে স্রষ্টা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে।
– রুমি
১৪#
মৃত্যু টের পাওয়া যায়।তার পদশব্দ ক্ষীন কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ।
-হুমায়ূন আহমেদ।
১৫#
মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার।একে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যে বে্ঁচে আছি এটাই একটা মিরাকল।
-হুমায়ূন আহমেদ।
১৬#
আপনার জীবনে আনন্দ যেমন হঠাৎ করেই আসে তেমনি মৃত্যুও একদিন হঠাৎ করেই চলে আসবে।
-ওয়াল হুইটম্যান।
১৭#
জীবন নিয়ে গর্ব মানুষের চিরকালের অথচ মৃত্যু কত সহজ কি নিঃশব্দে এসে চলে যায়।
-সমরেশ মজুমদার।
১৮#
মৃত্যু একটি জীবনকে ধ্বংস করতে পারে একটি সম্পর্ককে নয়।
-মিচ আলবম।
১৯#
তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই কারন বেচে থাকার মত বিপুল আর তো কিছু নেই ।
-পাবলো নেরুদা।
২০#
ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু।
-হুমায়ূন আহমেদ।
২১#
আমি মৃত্যুর ভয় করি না। আমি জন্মের আগে বিলিয়ন-বিলিয়ন বছর ধরে মারা গিয়েছিলাম এবং এ থেকে সামান্যতম অসুবিধায়ও পড়িনি।
-মার্ক টয়েন
২২#
মৃত্যুর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না।
-ওয়াল্ট হুইটম্যান।
২৩#
অসীমের পথ খোলক্র জন্য স্বর্ণ চাবি হচ্ছে মৃত্যু।
-জন মিলটন।
২৪#
মৃত্যু এবং জীবন কিন্তু বিপরীত নয় বরং মৃত্যু হলো জীবনের অংশ।
– হারুকি মুরাকামি।
২৫#
এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেচেই ছিলে নাহ।
-শেখ সাদি।
২৬#
মৃত্যুর স্ট্যাম্প জীবনের মুদ্রাকে মূল্য দেয়; এটি সত্যিকারের মূল্যবান যা জীবনের সাথে কেনা সম্ভব করে তোলে।
-রবীন্দ্রনাথ ঠাকুর।
২৭#
কারও পক্ষে গর্বের সাথে মৃত্যুবরণ করা উচিত যখন গর্বের সাথে বাঁচা আর সম্ভব হয় না।
– ফ্রিডরিচ নিটশে।
২৮#
যে বুদ্ধিমানভাবে জীবনযাপন করে তার মৃত্যুকে ভয় করা উচিত নয়।
– বুদ্ধ
২৯#
মৃত্যুকে ভয় কেন পাও জীবনের দুঃসাহসিক অভিজানগুলোর একটা তো হলো মৃত্যু।
-চার্লস ফ্রোহম্যান।
৩০#
এমনভাবে অধ্যয়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী । এমন ভাবে জীবন যাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামি কালই মারা যাবে।
-মহাত্না গান্ধী
৩১#
মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না, যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার।
-হুমায়ূন আহমেদ
৩২#
যে মানুষ মারা যাচ্ছে তার উপর কোনো রাগ কোনো ঘেন্না থাকা উচিত নয়।
-হুমায়ূন আহমেদ।
৩৩#
মৃত্যু মানে আলো নেভানো নয়; এটি কেবল প্রদীপ জ্বালিয়ে দেওয়া, কারণ ভোর হয়েছে।
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৪#
মৃত্যু যতটা না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর হলো এর ভয়।
— রবার্ট হেরিক।
৩৫#
আপনার জন্ম যেমন স্বাভাবিক ছিল তেমনু স্বাভাবিকভাবেই আপনার মৃত্যুও হবে।
— ফ্রান্সিস বেকন।
৩৬#
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।
– নির্মলেন্দু গুণ।
৩৭#
বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।
– গৌতম বুদ্ধ।
৩৮#
সব মৃত্যুই কষ্টের,সুখের মৃত্যু তো কিছু নেই।
-হুমায়ুন আহমেদ
৩৯#
যেতে যেতে এই বাস থেমে যাবে বকুল তলায় যাত্রীরা পড়বে নেমে যে যার মত।
৪০#
মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার। একে অস্বীকার করার কোন উপায় নেই। আমরা যে বে্ঁচে আছি এটাই একটা মিরাকল।
-হুমায়ুন আহমেদ।
৪১#
ইহকাল ভুলে যারা পরকালে মত্ত হয়ে আছে চলে যাক সব পরপারে বেহেস্তে তাদের আমরা থাকবো এই পৃথিবীর মাটি জলে নীলে, দ্বন্দ্বময় সভ্যতার গতিশীল স্রোতের ধারায় আগামীর স্বপ্নে মুগ্ধ বুনে যাবো সমতার …।
– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
৪২#
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারনে-অকারনে বদলায়।
— মুনীর চৌধুরী
৪৩#
মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য।
-হুমায়ুন আহমেদ।
৪৪#
কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে।
– রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৫#
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।
-হুমায়ুন আহমেদ।

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.