You are currently viewing মিজানুর রহমান আজহারী উক্তি : ২০ টি উক্তি

মিজানুর রহমান আজহারী উক্তি : ২০ টি উক্তি

মিজানুর রহমান আজহারী (২৬ জানুয়ারি ১৯৯০) একজন বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তিনি হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন।

সময়ের ব্যবধানে ক্ষমতার দাপটে দাম্ভিকতার সাথে কথা বলা চটুল জিহ্বা একদিন অসাড় হয়ে যাবে, রং ধরা যৌবনও জং ধরে শেষ হয়ে যাবে। তবুও আমরা বুঝতে চাই না। ডুবে থাকি রঙ্গিন মোহে।

স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

সুস্থতা আল্লাহর দেয়া এক অমূল্য নেয়ামত। স্বাস্থ্যকর জীবন পেতে শরীরচর্চার কোনো বিকল্প নেই।এটা শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে কাজের উৎসাহ বাড়ে এবং মানসিক চাপ কমে যায়।

কুরবানি তো আল্লাহর জন্য। টাকা কম হোক, বেশি হোক; ইখলাসটাই এখানে আসল। কী উদ্দেশ্যে আপনার কুরবানি? কার জন্য এই কুরবানি? এটার ভিত্তিতেই নির্ধারণ হবে আপনার জয় পরাজয়। যদি সেই উদ্দেশ্য ঠিক না থাকে; কম দামে কিনে, জিতে আসলেও হারতে পারেন। আবার বেশি দামে কিনে, ঠকে আসলেও জয়ী হতে পারেন।

যে পথে কাঁটা নেই সেটা পথ নয়, সেটা কার্পেট। আর কার্পেটে হেটে মজলিশে পৌঁছানো যায়, মঞ্জিলে নয়।

মাতৃভাষার মর্যাদা শুধু দিবস পালনের মাঝেই সীমাবদ্ধ না হোক। আমাদের সকলের ভাষার প্রয়োগ হোক— শুদ্ধ, পরিশীলিত ও শিষ্টাচার সমৃদ্ধ।

ধৈর্য ধরলে সমস্যার সমাধান হবেই ।

হাত উঠিয়ে কিছু কথা বলা মানেই দু’আ নয়। দু’আ হলো— রবের নিকট আবেগময় অনুভূতি প্রকাশের এক প্রাণবন্ত আলাপন।

কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়।

১০

যেখানে বিশুদ্ধ বাতাস ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এমন যায়গাগুলোতে হাঁটলে আপনার দেহ এবং মন চাঙ্গা হয়ে উঠবে। ক্লান্তি, হতাশা এবং একঘেয়েমি দূর হবে। পাবেন প্রাণবন্ত অনুভূতি।

১১

নতুন বইয়ের স্পর্শ, মলাটের গন্ধ আর বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বইয়ের পৃষ্ঠা উল্টে দেখার মাঝে একটা বিশেষ আনন্দ খুঁজে পেতাম।

১২

বাংলাদেশের ঈর্ষণীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর চক্রান্তের অংশ। দু-এক বছর পর পর পুজার সময় এলেই কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে।

১৩

আমি সাধারণত আমাকে নিয়ে কটুক্তি কিংবা সমালোচনা— এসব বিষয়ে খুব একটা মনোযোগ দেই না। শুধুমাত্র গঠনমূলক সমালোচনা হলে সেটাকে ওয়েলকাম করি।

১৪

তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তা’আলার কাছে দু’আ করো। আর জেনে রাখো যে, নিশ্চই আল্লাহ তা’আলা অমনোযোগী ও অনুভূতিশূন্য মনের দু’আ কবুল করেন না।

১৫

ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে।

১৬

তুমি যখন একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি।

১৭

স্টার জলসা, স্টার প্লাস, জী বাংলাসহ আরো যত চ্যানেল আছে সব দেখা যাবে, একাত্তর টিভি দেখা যাবে না, ইসলামে মানা আছে।

১৮

বিশ্বাস শুধু মৌখিক স্বীকারোক্তি নয়, বরং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হওয়া জরুরি।

১৯

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আলেম ওলামা এবং দ্বা’য়ীদের সাথে যা ঘটছে তা অত্যন্ত দু:খজনক। দুদিন যেতে না যেতেই নতুন নতুন গুমের খবর। একের পর এক ঘটনাগুলোর পুনরাবৃত্তি— সত্যিই ভাবিয়ে তুলছে সবাইকে।

২০

মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা একটি চ্যালেঞ্জিং কাজ। যথাযথ শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সঠিক পরিচর্যা পেলে মানুষ মূল্যবান সম্পদে পরিণত হয়। জনসংখ্যা হয় জনশক্তি। রুপান্তরিত হয় মানব সম্পদে। আর যথাযথ শিক্ষা ও পরিচর্যার অভাবে এই মানুষগুলোই হয়ে ওঠে সমাজের বোঝা, উশৃঙ্খল, দুরাচারী, হিংস্র, এবং পাশবিক প্রকৃতির।

Leave a Reply