You are currently viewing মাদার তেরেসার উক্তি : মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে ২০ টি উক্তি

মাদার তেরেসার উক্তি : মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে ২০ টি উক্তি

মেরি টেরিজা বোজাঝিউ (জন্ম: অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ; আলবেনীয়: ২৬ আগস্ট , ১৯১০ –৫ সেপ্টেম্বর , ১৯৯৭), যিনি মাদার টেরিজা বা তেরেসা নামে অধিক পরিচিত, ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। টেরিজার জন্মস্থান অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়ে। আঠারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান। ১৯২৮ সালে তিনি আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্টধর্ম প্রচার অভিযানে আসেন। জীবনের বাকি অংশ তিনি ভারতেই থেকে যান।

আমি এমন কিছু করতে পারি যা আপনি পারেন না, আবার আপনিও এমন অনেক কিছু করতে পারেন যা আমি কখনো করতে পারব না। তবে একসাথে মিলে আমরা চাইলে অসাধারণ কিছু করে ফেলতে পারি।

বাইরের জগতে এখনি বেড়িয়ে পড়ো এবং ভালোবাসো প্রত্যেকটি মানুষকে। তোমার উপস্থিতি যেন হাজারো মানব হৃদয়ে নতুন আলোর সঞ্চার জাগায়।

মানুষকে বিচার করে সময় নষ্ট করলে কখনোই তাদেরকে ভালবাসার সময় পাওয়া যাবে না।

যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও, তাহলে অন্তত একজনকে সাহায্য করো।

মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো একা আর প্রেমহীন হয়ে যাওয়া।

আমরা সকলেই শুরুতেই বিশাল কোনো মহৎ কাজ করতে পারবো না। কিন্তু ভালবাসা দিয়ে ছোট ছোট অনেক ভাল কাজ করা সম্ভব।

জ্যাসমিনের মত জবা ফুল সহানুভূতি এবং সেবা আমাদের জীবনে নিত্যদিন যোগ করে।

প্রত্যেকের প্রতি ভালবাসার শুরুটা হোক হাসির মাধ্যমে।

বিশ্ব শান্তি প্রচারে আপনি কী করতে পারেন ? বাড়িতে যান এবং আপনার পরিবারকে ভালবাসুন ।

১০

অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে ঘরে আনা সম্ভব নয়, সম্ভব ভালবাসা ও সহানুভূতির হাত ধরে।

১১

বিশ্ব শান্তি প্রচারে আপনি কী করতে পারেন ? বাড়িতে যান এবং আপনার পরিবারকে ভালবাসুন ।

১২

সৃষ্টিকর্তা তোমাদের সফল হওয়ার আদেশ দেননি, শুধুমাত্র সর্বদা অবিরাম চেষ্টা ধরে রাখার আহ্‌বান করেছেন।

১৩

প্রার্থনা চাওয়া নয়, বরং নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করা।

১৪

সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকীত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি।

১৫

আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারবোনা। তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জলতরঙ্গ সৃষ্টি করতে পারবো।

১৬

তুমি যদি একশো মানুষকে খাওয়াতে না পারো, অন্তত একজনকে খাওয়াও।

১৭

আমাদের যদি শান্তি না থাকে তবে তার কারণ হলো আমরা ভুলে গেছি যে আমরা একে অপরের জন্য।

১৮

প্রার্থনাকে ফলপ্রসূ করতে গেলে সেটা হৃদয় থেকে আসতে হবে এবং সেটা যেন ঈশ্বরের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়।

১৯

এসো আমরা সর্বদা একে অপরের দিকে হাসিমুখে তাকাই, কারণ প্রেমের শুরু তো হাসি দিয়েই।

২০

জীবনের ছোটোখাটো বিষয়গুলির প্রতি বিশ্বস্ত হও, কারণ তাদের মধ্যেই তোমার শক্তি নিহিত আছে।

Mehadi Bhuiyan

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.

Leave a Reply