ভালোবাসা হলো দুটে মানুষের মধ্যকার প্রেমের বহিঃপ্রকাশ। ভালেবাসা নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সাম্প্রতিককালের হুমায়ূন আহমেদের মতো বিখ্যাত সাহিত্যিকরা অসাধারণ কিছু কথা বলেছেন। ভালোবাসা নিয়ে তাদের সেসব অমৃতবাণী থাকছে এই লেখায়।
১
তুমি আমার জন্য কখনই বার্ধক্য হবে না, বিবর্ণ হবে না, মরবেও না।
- শেক্সপিয়ার
২
যে ভালবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষন করে মিলিয়ে দেয়, সেটা ভালবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।
-কাজী নজরুল ইসলাম
৩
আপনি যদি আমাকে মনে রাখেন, তবে সবাই ভুলে গেলে আমার কিছু যায় আসে না।
- হারুকি মুরাকামি
৪
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
- উইলিয়াম শেক্সপিয়ার
আমি তোমার মতো পৃথিবীতে আর কিছুই ভালোবাসি না।
- উইলিয়াম শেক্সপিয়র
৫
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে । ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
— হুমায়ূন আহমেদ
৬
ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা … মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা।
- সমরেশ মজুমদার
৭
‘তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি বুঝি আমি বেঁচে আছি। অন্য পুরুষরা দাবি করে, তারা নাকি পরীর দেখা পেয়েছে। আমি দেখেছি শুধু তোমাকে, আর সেটুকুই আমার পক্ষে যথেষ্ট।’
— জর্জ মুর (আইরিশ ঔপন্যাসিক)
৮
যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই।
- জন কীটস্।
৯
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।
- হুমায়ূন আজাদ।
১০
কখনও ভাববেন না যে আমি তোমার জন্য পড়েছি, বা তোমার উপর পড়ে গেছি। আমি প্রেমে পড়িনি, আমি এতে উঠেছি।
- টনি মরিসন
১১
জীবন হল সেই ফুল যার জন্য ভালবাসা হল মধু।
- ভিক্টর হুগো
১২
‘তোমাকে যে ভালোবাসি তা কেবল তুমি কেমন মানুষ তা দেখে নয়, তোমার সংস্পর্শে আমি যেমনটা হয়ে উঠি তার আকর্ষণেও।’ — এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং (১৯শ শতকের ব্রিটিশ কবি)
১৩
যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে,তখন সে তার জন্য সব কিছু করতে পারে।কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।
- অস্কার ওয়াইল্ড
১৪
আমি অনুভব করি যে মানুষকে ভালবাসার চেয়ে সত্যিকারের শৈল্পিক আর কিছু নেই।
- ভিনসেন্ট ভ্যান গগ
১৫
ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়!
-টেনিনসন (ভালোবাসা নিয়ে উক্তি)
১৬
যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলে ও তাকে ভুলা যায়না।
-কাজী নজরুল ইসলাম
১৭
যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি পুরো মানুষটাকেই ভালবাসো ঠিক সে যেমন তেমনভবে।
— লিও টলস্টয়
১৮
দুটো জিনিস খুবই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।
– উইলিয়াম শেক্সপিয়ার
১৯
সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।
- নিমাই ভট্টাচার্য ক্রোধ।
২০
বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।
- কাজী নজরুল ইসলাম।
২১
তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে নাআসে,তবে সে কখনই তোমার ছিল না।
- রবীন্দ্রনাথ ঠাকুর।
২২
প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়
- স্কুট হাসসুন
২৩
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।
— সমরেশ মজুমদার।
২৪
ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারী, একজন শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে, একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে। এ ভালবাসা বন্দুকের প্রতি শিকারীর প্রেম ভালবাসার সঙ্গেই একমাত্র তুলনীয়।
-জর্জ বার্নাডশ
২৫
কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।
— কাজী নজরুল ইসলাম।
২৬
হুট করে প্রেম হয় কনজারভেটিভ ফ্যামিলিগুলোতে। ঐ সব ফ্যামিলির মেয়েরা পুরুষদের সঙ্গে মিশতে পারে না, হঠাৎ যদি সুযোগ ঘটে যায়- তাহলেই বড়শিতে আটকে গেল।
— হুমায়ূন আহমেদ।
২৭
কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।
- হুমায়ূন আহমেদ
২৮
প্রথমে যদি কাউকে খারাপ লাগে , তবে নির্ঘাত তাকে ভাল লাগবে পরে।
— দয়ভস্কি
২৯
প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না।
— লর্ড বায়রন
৩০
ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনোনিষ্পত্তি হবে না।
– গ্যেটে (ভালোবাসার উক্তি)