আবু আমিনা বিলাল ফিলিপ্স (জন্ম ডেনিস ব্র্যাডলি ফিলিপ্স, ৬ জানুয়ারি ১৯৪৬) হলেন একজন কানাডীয় সালাফি মুসলিম শিক্ষক, বক্তা, লেখক এবং ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও আচার্য যিনি কাতারে বসবাস করেন। বিলাল ফিলিপস ২৪ ঘণ্টাব্যাপী সালাফি স্যাটেলাইট টিভি চ্যানেল পিস টিভিতে বক্তব্য রাখেন। তিনি নিজেকে একজন সালাফি হিসেবে বিবেচনা করেন যিনি মূলধারার সুন্নি ইসলামে নির্দিষ্ট কোনো মাজহাব অনুসরণ না করে ইসলামের একটি আধ্যাত্মিকতা বিবর্জিত আক্ষরিক রূপের প্রচার করেন।
বিলাল ফিলিপ্সকে তার চরমপন্থী মতাদর্শের কারণে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও কেনিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে,জার্মানিতে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বাংলাদেশ থেকে প্রস্থানের আদেশ জারি করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে লোক নিয়োগ ও উস্কানির জন্য ফিলিপাইনে তাকে গ্রেফতার করা হয়েছে। ফিলিপ্স তার সমালোচনার জবাবে বলেছেন যে তিনি একজন মধ্যপন্থী যিনি ইসলামের নামে সন্ত্রাসবাদ বা আত্মঘাতী বোমা হামলাকে অনুমোদন করেন না।
১
জীবনের কঠিন সময় পার করছেন? – ধৈর্যের সাথে আল্লাহর নিকট প্রার্থনা করুন, শীঘ্রই তা আপনার জন্য রহমাতে পরিণত হয়ে যাবে।
২
আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে আমরা কখনোই দরিদ্র হয়ে যাবো না।
৩
সে কিছুই হারায়নি যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে।
৪
এক সেকেন্ডের জন্যও আপনি নিজেকে একা ভাবতে পারেন না। কারণ আপনার সৃষ্টিকর্তা প্রতিটা মূহর্তেই আপনার প্রতি দৃষ্টি রাখছেন।
৫
আল্লাহর দ্বীন মেনে চলার মধ্যেই আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রমাণ হবে।
৬
এই পৃথিবীর অনেক সমস্যারই সমাধান হয়ে যেত যদি আমরা নিজেদের ব্যাপারে অন্যদের সাথে কথা না বলে নিজেরা পরস্পর কথা বলতাম।
৭
নিশ্চয়ই আল্লাহ্ আপনার (দুঃখগুলো) শুনছেন এবং দেখছেন। একটু ধৈর্য ধরুন।
৮
জীবনটা একটি যুদ্ধক্ষেত্র, যেখানে জান্নাত অর্জন করাই মূল লক্ষ্য। তাই আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলুন।
৯
ভালোবাসা ও দয়া খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। আর তা বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে খুব ফুটে উঠে। তারা একে অপরকে ভালোবাসে, দয়া করে এবং নিরাপত্তা দেয়।
১০
কোন বিষয়ে অতিরিক্ত ভাবনা আপনার জীবনকে আরো কঠিন করে তুলবে। এতে বিষয়টি বাস্তবিক অবস্থা থেকে অধিক খারাপ হতেই থাকবে। তাই কোন বিষয় নিয়ে অতিরিক্ত না ভেবে স্বাভাবিকভাবেই ভাবুন।
১১
আমরা আমাদের ভবিষ্যত জানি না, কিন্তু আমরা জানি আল্লাহ্ তা’আলাই আমাদের ভবিষ্যত নিয়ন্ত্রণ করেন। তাই আমাদের সব চাওয়া-পাওয়া আল্লাহ্ তা’আলার নিকটই হওয়া উচিত।
১২
বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন রং এর হয়েও একই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। আর এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ভাতৃত্ব।
১৩
আমরা প্রতিদিনই সুখ আর সফলতার জন্য আমাদের চারদিকে অনেক খুঁজাখুঁজি করি, অথচ প্রতিদিন পাঁচবার আমাদের রবের সাথে কথা বলার মতো অমূল্য সম্পদ আমাদের হাতছানি দিচ্ছে।
১৪
আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা।
১৫
আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।
১৬
আল্লাহ্ তা’আলা যদি আপনার চলার পথ প্রশস্ত করে দিতে চান, এমন কেউ নেই যে আপনাকে থামিয়ে দিবে। তাই সুখে-দুঃখে আল্লাহর উপরই ভরসা করুন।
১৭
আপনি যাই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সব মানুষকে খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।
১৮
নিশ্চয়ই আপনার সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বেই আল্লাহ্ তা’আলার নিকট এর সমাধান রয়েছে।
১৯
আল্লাহ্ সুবাহানহুয়া তা’আলার বিশেষ একটি নিয়ামত হচ্ছে- মাঝেমাঝে তিনি আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেন যা আমাদেরকে তাঁর নিকটবর্তী করে দেয়।
২০
যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।
২১
একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয়। তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।
২২
আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজার সালাতে প্রথম কাতারে দাঁড়াবে। তাই এখন থেকেই বন্ধু নির্বাচনে সতর্ক হোন।
২৩
সমস্যা জীবনেরই একটি অংশ। তাই তাকে গ্রহণ করতে শিখুন এবং সমাধানের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করুন।
২৪
একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় । তবে যে
তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।
২৫
আল্লাহর দয়া নিয়ে কখনোই সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমিষেই যেকোন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন।
২৬
যে আল্লাহ্ তা’আলা রাতের পর দিনকে আনতে পারেন সে আল্লাহ্ অবশ্যই আপনার দুঃখের পর সুখ দিতে পারেন। তাই সর্বঅবস্থায় আল্লাহর উপর ভরসা করুন।
২৭
আল্লাহ্ তা’আলার নিকট দু’আ করতে গিয়ে আমারা যেন কখনোই নিরাশ না হই। কারণ আমাদের প্রতিটা দু’আর-ই প্রতিদান দেয়া হবে, তবে উত্তম উপায়ে।
২৮
আপনার হৃদয়টা কিসের প্রতি আসক্ত? -মুভি, গান-বাজনা, দুনিয়া? তাহলে যিনি আপনার হৃদয়কে সৃষ্টি করলেন তাঁকে কোথায় স্থান দিবেন?
২৯
যেখানে আল্লাহ্ তা’আলা থামিয়ে দিয়েছেন সেখানে কারো প্রশ্ন থাকা উচিত নয়। আর এটাই আনুগত্য।
৩০
বিশ্বাস সেটাই- আল্লাহ্ তা’আলার কোন সিদ্ধান্ত আপনার বুঝে না আসলেও আপনি আল্লাহর উপরই ভরসা করে যাবেন।
৩১
আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধগুলোই উত্তম ও প্রশংসাযোগ্য।
৩২
কারো মুসলিম পরিচয় থাকাই তাকে জান্নাতে যাওয়ার টিকেট দিয়ে দিতে পারবে না। তাকে অবশ্যই এই পরিচয়ের যথার্থতা রক্ষা করতে ইসলামকে অনুসরণ করতে হবে।
৩৩
কোরআনের আয়াতকে তাবিজ হিসেবে পরিধান করা যেন সেই অসুস্থ ব্যাক্তির উদাহারণ, যাকে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, কিন্তু তা পড়ে ওষুধ সেবন করার পরিবর্তে সে প্রেসক্রিপশনটিকে গুটিয়ে বলের মত বানিয়ে ছোট্ট থলেতে ভরে গলায় ঝুলিয়ে রাখল এ বিশ্বাসে যে এতেই সে সুস্থ হয়ে যাবে।
৩৪
স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারা হৃদয়। তাই অন্যকে ক্ষমা করুন এবং কারো ক্ষতি করার ইচ্ছা পরিহার করুন। আর তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করুন।
৩৫
আপনি যদি আজ থেকেও চিন্তা করেন যে আপনার সকল কর্ম আল্লাহ্ তা’আলা দেখছেন, তবে দেখবেন আপনার জীবনে একটু একটু করে হলেও অনেক উন্নতি হচ্ছে।
৩৬
নিজেকে দামী পোশাকের আবারণে ঢাকার চেয়ে উত্তম চরিত্রে সজ্জিত করাই অধিক গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমানের কাজ।
৩৭
আমাদের বাবা-মা আল্লাহর পক্ষ হতে এক বিশেষ দয়া। তাই আমরা যেন তাদেরকে ভালোবাসতে দেরী না করি। কারণ আমরা জানিনা এই দয়া কতক্ষণ আমাদের সাথে থাকবে।
৩৮
যদিও আপনি অগণিত পাপ করে থাকেন, তবুও মনে রাখবেন আল্লাহ্ তা’আলার রয়েছে সীমাহীন দয়া।
৩৯
যখন বিয়ে কঠিন হয়ে যায় তখন জিনা (ব্যাভিচারীতা) সহজ হয়ে যায়। তাই বিয়েকে যথাসাধ্য সহজ করুন।
৪০
আল্লাহ্ সুবাহানহুয়া তা’আলার সাহায্য সবসময়ই আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজন শুধু চেয়ে নেয়ার যোগ্যতা অর্জন করা।
৪১
কি চমৎকার একটি সম্পর্ক- আমরা আল্লাহ্ তা’আলা কে স্মরণ করলে তিনিও আমাদের স্মরণ করেন।
৪২
কাউকে এক পলক দেখে কিংবা তার সম্পর্কে অল্পকিছু জেনেই দ্রুত সিদ্ধান্তে পৌঁছবেন না। হয়তো আল্লাহ্ তা’আলা তাকে আপনার চেয়ে বেশি ভালোবাসেন।
৪৩
আপনার কি ছিল তা নিয়ে আফসোস না করে আপনার কি আছে তা নিয়ে সন্তুষ্ট হোন।
৪৪
খাঁটি ভালোবাসা চান? – আল্লাহকে ভালোবাসুন, তিনি আপনাকে কখনো নিরাশ করবেন না।
৪৫
সৌভাগ্যবান বাবা-মা তারাই যাদের অনুপস্থিতিতেও তাদের জন্য সন্তানেরা দু’আ করে।
৪৬
আমরা কখনোই এতোটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমদের গুরুত্বের উপর নির্ভর করে।
৪৭
আপনার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় আপনি উপস্থিত থাকতে পারা। কারণ সে আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে, আর আল্লাহ্ হলো সর্বোত্তম শ্রবণকারী।
৪৮
অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবেন না। হয়তো এটা তার জন্য পরীক্ষা।
৪৯
আপনার যে জীবনটাকে আপনি ঘৃণা করছেন, অনেকেই সেটার স্বপ্ন দেখছে।
৫০
ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন
আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।
