পাওলো কোয়েলহো একজন ব্রাজিলীয় ঔপন্যাসিক এবং গীতিকার। তিনি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যত উপন্যাসের নাম দ্যা আলকেমিস্ট যা ৮০ টি ভাষায় অনূদিত হয়েছে।
তার লেখায় ভালোবাসা, আধ্যাত্মিকতা এবং দর্শনের প্রভাব মুখ্য। আলকেমিস্ট বইটিতে গল্পের নায়কের সাথে আফ্রিকায় এক আলকেমিস্টের সাক্ষাৎ হয়। সেখান থেকেই কাহিনীর শুরু। কোয়েলু জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তার এই বইটি একটি পাবলিশিং ফেনোমেনা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই ব্লগে পাওলো কোয়েলহোর কিছু বিখ্যাত উক্তি তুলে ধরার চেষ্টা করেছি।
১#
কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমিই তাদের দুঃখ দিয়েছ।
২#
সাহসী হওয়া মানে এই নয় যে আমি ভয় পাইনা। সাহসী হওয়া মানে এই যে আমি ভয়কে উপেক্ষা করেও এগিয়ে যেতে পারি।
~ পাওলো কোয়েলহো
৩#
আমরা নিজের ভুলের পক্ষে আইনজীবী
আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক।
৪#
সাহসী হও। ঝুঁকি নাও। কোনো কিছুই অভিজ্ঞতার বিকল্প নয়।
৫#
প্রতিটি মানুষ যাই করুক না কেন , পৃথিবীর ইতিহাসে সবারই একটা গুরত্বপূর্ন ভূমিকা থাকে।
৬#
আমি মনে করি তুমি ব্যর্থতার জন্য ১০০০টি অজুহাত দেখাতে পারবে কিন্তু সাফল্যের জন্য একটি ভালো কারণও খুঁজে পাবেনা।
৭#
যখন তুমি কিছু চাও, তখন সমস্ত মহাবিশ্ব তোমাকে সেটা অর্জন করতে সহায়তা করবে।
৮#
ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। মানুষজন আসলে তাই শুনে, যা সে শুনতে চায়।
৯#
মানুষ তার জীবনের যে কোন সময়েই তার স্বপ্ন পূরনের ক্ষমতা রাখে।
১০#
মনে রাখবে যেখানে তোমার মন, সেখানেই তুমি তোমার লক্ষ্য খুঁজে পাবে।
১১#
মকতুব বা ভাগ্য ঈশ্বর কর্তৃক লিখিত।
১২#
অপেক্ষা বেদনাদায়ক। ভুলে যাওয়া বেদনাদায়ক। কিন্তু কি করতে হবে তা না জানা সবচেয়ে খারাপ ধরনের যন্ত্রনা।
১৩#
যদি কোনকিছু একবার ঘটে, তা আর ঘটবেনা কখনই। কিন্তু একই ঘটনা যদি দুইবার ঘটে তাহলে সেটা তৃতীয়বারও ঘটবে।
১৪#
শুধু একটি জিনিসই স্বপ্নকে অসম্ভব করে তোলে: ব্যর্থতার ভয়।
১৫#
মনে রেখ,যেখানে তোমার হৃদয় শুভ ইঙ্গিত দিবে, সেখানেই তোমার গুপ্তধন খুঁজে পাবে।
১৬#
ব্যাখ্যা দিয়ে তোমার সময় নষ্ট করো না; মানুষ কেবল তাই শোনে যা তারা শুনতে চায়।
১৭#
যখন তুমি প্রথমবার তাস খেলতে যাবে, তুমি নিশ্চিত থাক যে তোমার জেতার সম্ভাবনাই বেশি। যাকে বলে শুরু করার ভাগ্য।
১৮#
কাউকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কারণের প্রয়োজন পড়ে না।
১৯#
স্বপ্ন হল ঈশ্বরের কথা বলার ভাষা।
২০#
সাধারণ ব্যাপারগুলোই সবচেয়ে অসাধারণ, আর শুধু জ্ঞানীরাই তা উপলব্ধি করতে পারে।
২১#
যখন মানুষ সর্বান্তকরণে চায় কিছু একটা পেতে, মহাবিশ্বের প্রতিটি কণা যোগসাজশে লেগে পড়ে সেই চাহিদা মেটাতে!
২২#
কেউ কাউকে ছেড়ে যাওয়া মানে হলো সেখানে অন্য কারও আসার সময় হয়েছে।
২৩#
পৃথিবীতে কোনো কিছুই কখনো সম্পূর্ণ ভুল হয় না। এমনকি একটি বন্ধ ঘড়ি দিনে দুবার ঠিক আছে।
২৪#
অশ্রু এমন শব্দ যা লিখতে হয়।
২৫#
তুমি নিজেকে যা বিশ্বাস করো, তুমি তাই।
২৬#
উপেক্ষা করা প্রতিটি আশীর্বাদই, অভিশাপে পরিণত হয়।
২৭#
কেন ধৈর্য এত গুরুত্বপূর্ণ?
কারণ এটি আমাদের মনোযোগ দিতে বাধ্য করে।
২৮#
আমরা দুর্বল বলেই; আমরা শক্তিশালী হওয়ার ভান করি।
২৯#
প্রেম একটা ফাঁদ। যখন এটি প্রদর্শিত হয়, আমরা কেবল তার আলো দেখতে পাই, এর ছায়া দেখতে পাই না।
৩০#
আপনি যদি কাউকে ভালোবাসেন: তবে আপনাকে অবশ্যই তাদের মুক্ত করতে প্রস্তুত থাকতে হবে।

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.