রাজনীতি হচ্ছে একটিরাষ্ট্রের চালিকা শক্তি। দেশের রাজনীতিকে সহজ সুন্দর ও স্বচ্ছ রাখার জন্য সৎ রাজনীতিবিদদের গুরুত্ব অপরিসীম। যখন রাজনীতিবিদরা দূর্নীতি ও অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন সেই দেশ বা রাষ্ট্রের পক্ষে উন্নতি লাভ করা সম্ভব হয় না৷ রাজনীতিকে স্বচ্ছ রাখতে হলে রাজনীতিবিদদের জবাবদিহিতা করা বাধ্যতামূলক। যেখানে জবাবদিহিতা নেই সেই রাষ্ট্র পরিণত হয় অরাজকতা ও উশৃংখলতায়। নোংরা রাজনীতি নিয়ে কিছু উক্তি ও কথা তুলে ধরার চেষ্টা করেছি এই ব্লগ পোস্টে।
১
একজন রাজনীতিবিদকে সংস্কার করার একমাত্র উপায় হলো- তাকে ফাঁসি দেওয়া।
-আব্রাহাম মিলার
২
যে রাজনীতিতে সত্যের চেয়ে মিথ্যার মূল্য বেশি, সেটাই নোংরা রাজনীতি।
৩
পলিটিক্স এর প্রকৃত অর্থ হলো: পলি- যার অর্থ একাধিক এবং টিক্স- যার অর্থ রক্তচোষা পরজীবী।
~ কিনকি ফ্রাইডম্যান
৪
নোংরা রাজনীতির লক্ষ্য ক্ষমতা অর্জন, জনকল্যাণ নয়।
৫
নোংরা রাজনীতি একটি জাতির শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতাকে ধ্বংস করে।
৬
যে রাজনীতি নোংরামিতে নিমজ্জিত, তা জাতির উন্নতির পথে প্রধান বাধা।
৭
বাকশক্তিহীন বলে আসলে কেউ নেই। আছে কেবল উদ্দেশ্যপ্রণোদিতভাবে চুপ করিয়ে রাখা কিংবা স্বেচ্ছায় না শুনে থাকারা।
~ অরুন্ধতী রায়
৮
পৃথিবীতে রাজনীতি থাকবেই। নইলে ওই অসৎ, অপদার্থ, লোভী আর দুষ্ট লোকগুলো কী করবে?
– হুমায়ুন আজাদ
৯
নোংরা রাজনীতির প্রকৃত শিকার হলো সাধারণ মানুষ।
১০
রাজনীতিতে অংশগ্রহনে অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া।
~ প্লেটো
১১
যেখানে নোংরা রাজনীতি রাজত্ব করে, সেখানেই দুর্নীতি ও অবিচার বৃদ্ধি পায়।
১২
নোংরা রাজনীতির পরিণতি হলো সামাজিক অস্থিরতা এবং গণতন্ত্রের পতন।
১৩
বেশিরভাগ সময়েই সবচেয়ে জোরালো গলার লোকটি সবচেয়ে বাজে নেতা হয়; নিজের নেতৃত্বের ব্যর্থতা ঢাকতেই সে চড়া গলায় কথা বলে।
– নিক ফিউয়িংস (সিইও, ন্যাগমেন্ট নেটওয়ার্কস)
১৪
নোংরা রাজনীতি শুধু ব্যক্তি স্বার্থে কাজ করে, জনগণের কল্যাণে নয়।
১৫
যেখানে নোংরা রাজনীতি শুরু হয়, সেখানেই সৎ নেতৃত্বের মৃত্যু ঘটে।
১৬
আপনি তখনই রাজনৈতিক নেতা হতে পারবেন, যখন সব কিছুতে হ্যা বলতে পারবেন
~ টনি ব্লেইলর
১৭
নোংরা রাজনীতি মানুষের আস্থা নষ্ট করে, আর সমাজে অবিশ্বাসের বীজ বপন করে।
১৭
এদেশের শিক্ষাকে রাজনীতি মুক্ত করা না গেলেও রাজনীতিকে শিক্ষা মুক্ত করা গেছে।
~ সংগ্রহীত
১৮
রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে সেটি ক্ষমতার খেলায় পরিণত হয়, যেখানে সাধারণ মানুষ শুধু দর্শক।
১৯
নোংরা রাজনীতি একটি জাতির শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতাকে ধ্বংস করে।
২০
যে রাজনীতি ঘৃণা ও বিভেদ ছড়ায়, সেটি কখনোই নৈতিক হতে পারে না।
