রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। কবিতা,প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। বাংলা সাহিত্যে একমাত্র নোবেলজয়ী সাহিত্যিক ও তিনি। এমনকি ভারতীয় উপমহাদেশে সাহিত্যে নোবেল পুরষ্কার জয়ী একমাত্র লেখক ও তিনিই। এই ব্লগ পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের বলা দুঃখ নিয়ে কিছু বিখ্যাত উক্তি তুলে ধরেছি। আশা করছি পাঠক আপনার সবগুলো উক্তি পছন্দ হবে।
১#
দুঃখ নিয়ে আমাদের বিচার করা উচিৎ, কারণ এটি আমাদেরকে আমাদের স্বপ্ন ও প্রত্যাশা গুলোকে মূল্যায়ন করতে সাহায্য করে।
২#
যাহাকে তুমি ভালোবাসো তাহাকে ফুল দাও, কাঁটা দিও না; তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না।
৩#
যে জ্ঞানী, যে ধার্মিক, তাহার দুঃখ ভোগ শক্তি অধিক, তাহার দুঃখও অধিক, মানুষেরই দুঃখ, কাঠ, পাথরের আবার দুঃখ কী?
৪#
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে…
৫#
এমন সৌভাগ্যবান কেউ নেই, যাকে দুঃখ এবং মৃত্যু স্পর্শ করে না।
৫#
দুঃখের দহনে যতোই দগ্ধ হইবে ততই পাপ, তাপ, মলিনতা পুড়িয়া ছাই হইয়া যাবে।
৬#
অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস, স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার মতো
৭#
একান্ত দুঃখ নিবৃত্তিকেই তো মানুষ পরম লক্ষ্য বলে ধরে নিতে পারে না। সে যে তার স্বভাবই নয়। অনেক সময় গায়ে পড়ে সে দুঃখকে বরণ করে নেয়। তার কারণ দুঃখের সম্বন্ধে মানুষের একটা স্পর্ধা আছে। আমি দুঃখ সইতে পারি, আমার মধ্যে সেই শক্তি আছে-এ কথা মানুষ নিজেকে এবং অন্যকে জানাতে চায়। – রবীন্দ্রনাথ ঠাকুর
৮#
দুঃখ সবচেয়ে বৃহত্তম শিক্ষক।
৯#
দুঃখই জগতে একমাত্র সকল পদার্থের মূল্য। মাতৃস্নেহের মূল্য দুঃখে, পতিব্রত্যের মূল্য দুঃখে, বীর্যের মূল্য দুঃখে, পূণ্যের মূল্য দুঃখে। – রবীন্দ্রনাথ ঠাকুর
১০#
অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানাের অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্র।
১১#
জীবনে দুঃখ সম্ভব নয় বলে, কেউ কখনো বলতে পারেনি। দুঃখ আসলেই মানুষের জীবনে অপরিহার্য অংশ।
১২#
দুঃখ ভোলার মােক্ষম উপায় হচ্ছে, দুঃখকে দুঃখ বলে আমল না করা।
১৩#
দুঃখকে লাভের দিক দিয়া স্বীকার করার মধ্যে আধ্যাত্মিকতা নাই; দুঃখকে প্রেমের দিক দিয়া স্বীকার করই আধ্যাত্মিকতা। – রবীন্দ্রনাথ ঠাকুর
১৪#
অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানাের অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্র।
১৫#
দুঃখের একটা দিনকে হাজার দিন, আর সুখে হাজার দিনকে একটা দিন মনে হয়। যাদের দুঃখ সহ্য করার ক্ষমতা আছে, তাদের জীবনে দুঃখ বড় হয় না।
১৬#
দুঃখের একমাত্র মৌন ভাষাই হল অশ্রু।
১৭#
এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। রবীনাথ ঠাকুর
১৮#
যে তার দুঃখ লুকতে পারে তার তুলনায় যে তার আনন্দ লুকাতে পারে সে বড়।
১৯#
কখনো কখনো আনন্দও মানুষকে কাঁদায়, আবার দুঃখও মানুষকে হাসায়। দুঃখ যখন যাবে সুখ তখন তাকে অনুসরণ করবে।
২০#
দুঃখে মাথার চুল ছেড়া বোকামী, কেননা চুলহীন টেকো মাথার সাহায্যে দুঃখের লাঘব হয় না।
২১#
যেখানে দুঃখ আছে, তার পাশেই একটা পবিত্র অঙ্গন আছে।
২২#
আনন্দও মানুষকে কাঁদায় আবার দুঃখও মানুষকে হাসায়।
২৩#
এমন কোন রাত নেই যার ভাের হবে না। এমন কোন দুঃখ নেই যা সময়ে ফিকে হয়ে আসবে না ।
২৪#
তিন কারণে আমার মনে দুঃখ হয়ঃ ধর্ণাঢ্য ব্যক্তি যদি গরিব হয়, সম্মানিত ব্যক্তি যদি অসম্মানিত হয় এবং শিক্ষিত লোক যদি অশিক্ষিতের অপ্রিয় হয়।
২৫#
দুঃখরা তাড়াহুড়া করে আসে আর সুখরা নুপুর পায়ে নেচে আসে।
২৬#
সভ্যতা ও জ্ঞানের ক্রমােন্নতি দুঃখকে নিয়ত বাড়িয়ে তুলছে।
২৭#
দুঃখের ব্যথা-বেদনা থেকে বাঁচতে হলে কাজের ভিতর দিয়ে বাঁচতে হবে।

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.