তারিক জামিল মূলত মাওলানা তারিক জামিল নামে অধিক পরিচিত, তার জন্ম: ১ অক্টোবর ১৯৫৩। তারিক জামিল একজন প্রভাবশালী পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত, দায়ী এবং তাবলিগ জামাতের সদস্য। ইসলাম প্রচারক হিসেবে তার সাধারণ জীবনযাত্রা এবং পাশাপাশি উর্দু ও আরবিতে সাবলীল বক্তৃতা তাকে মুসলিম বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। তিনি মন্ত্রী, ব্যবসায়ী, অভিনেতা, খেলোয়াড় থেকে শুরু করে সকল স্তরের মানুষকে তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছেন।[
শিক্ষাজীবনে তারিক জামিল তাবলিগ জামাত দ্বারা অনুপ্রাণিত হয়ে ডাক্তারি পড়াশোনা ছেড়ে নিজেকে ইসলাম শিক্ষায় নিয়োজিত করেছিলেন। ধর্ম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষায় অবদানের অংশ হিসেবে তিনি মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন, জামিয়া আল হুসায়নিয়া মাদ্রাসা ও মিম একাডেমি প্রতিষ্ঠা করেছেন। ২০২১ সালে তিনি এমটিজে ব্র্যান্ড নামে একটি কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় বক্তা হিসেবে তিনি সবসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম জরিপে শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। তিনি দুইবার প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার জিতেছেন।
১
ঝগড়া তো থাকিবেই, মারামারি তো থাকেই – একবার আমার কথা মেনে ঘরকে জান্নাত বানাও দেখবে তোমার জীবন বদলে গেছে।
২
সফলতা কোথায় খুঁজছো? সফলতা তোমাকে দিনে পাঁচবার ডাকে, ‘ এসো সফলতার দিকে।’ অবশ্যই নামাজই সঙ্গী হবে, দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাশর পর্যন্ত এবং হাশর থেকে জান্নাত পর্যন্ত। তুমি তোমার জীবনে নামাজ নিয়ে আসো, নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে।
৩
স্বামী বিবিকে ইজ্জ্বত দাও, বিবি স্বামীকে ইজ্জত দাও যাতে একজন রেগে গেলে আরেকজন চুপ হয়ে যায়।
৪
আমার নবীর জীবনের দ্বিতীয় পিলার সত্যবাদিতা ও চরিত্র।
৫
আগুন লাগিয়ে দাও অই টাকায় যার জন্য মিথ্যা বলতে হয়।
৬
আমি সত্যের সাথী, আমাকে সত্য বলতে হবে আমি মিথ্যা বলতে পারবো না।
৭
কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্কে না জড়িয়ে উল্টো তার জন্য দোয়া কর। নিশ্চয় তুমি যা করবে, তার অনুরূপ পাবে।
৮
স্বামী-স্ত্রীর ঝগড়া ছেলে মেয়েদের নস্ট করে দেয়।
৯
মানুষের সাথে সামান্য বিষয়ে মনোমালিন্য হলে, আপনাকে ছেড়ে চলে যায়! আর আল্লাহ আপনার সামান্য ইবাদতেও, রাজি হয়ে যায়।
১০
জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তো কারো খোঁজ পূরণ হয়ে যাবে।
১১
ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না। কারণ এটা তোমার উপর আল্লাহর দয়া যে, তিনি তাঁর সৃষ্টকে তোমার দুয়ারে পাঠিয়েছে।
১২
শুধু টাকার নাম রিজিক নয়, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।
১৩
কখনো কারো মনে দুঃখ দিও না। কারণ, সে যদি সহ্য করে তা আল্লাহর উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়ানক হবে!
১৪
তোমার মালিক আল্লাহ তায়ালা। তার কাছেই চাও, তার কাছেই হাত তোলো, তার কাছেই পাবে, তিনিই একমাত্র তোমার আশা পূরণ করতে পারেন।
১৫
মানুষকে তুমি তোমার সবটুকু দিয়েও রাজী করাতে পারবে না। কিন্তু তোমার রব, সামান্য ইবাদতেই রাজি হয়ে যায়!
১৬
গুনাহের সমুদ্রে হাবুডুবু খেলেও নামাজ কাযা করো না ৷
১৭
নামাজকে ভালোবাসার সহিত আদায় করলে দেখবে, আল্লাহ পাক নিজেই তোমাকে পরবর্তী নামাজের জন্য দাঁড় করিয়ে দিবেন।
১৮
রোগীর সেবা করা, রাত জেগে নফল ইবাদতের চেয়ে উত্তম।
১৯
যখন কোনো কিছু বলতে না পারো কান্না করে নিও, কেননা আল্লাহ তো সবই জানেন।
২০
যে দুনিয়া আমার ঈমান নস্ট করে দেয়! আমার দরকার নেই আমার দরকার নেই।
২১
জীবন সহজ না। জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দু’আ করে, কখনো সবর করে, কখনো মাফ করে আবার কখনও বা এড়িয়ে চলে।
২২
তোমার ঘরকে জান্নাত বানাও। ঘর জান্নাত টাকা দিয়ে হয়না, নবীওয়ালা চরিত্রের মাধ্যমে হয়।
২৩
আমার নবীর দুই পিলার, ইবাদাত আর নামাজ। নামাজ কাযা করো না।
২৪
স্ত্রী-গণ স্বামীর উপর অত্যাচার করো না। স্বামীগণ স্ত্রীদের উপর অত্যাচারে করো না।
২৪
মা বাপকে সম্মান করো, জান্নাত পেয়ে যাবে।
২৫
মানুষের সাথে সামান্য বিষয়ে মনোমালিন্য হলে, আপনাকে ছেড়ে চলে যায়! আর আল্লাহ আপনার সামান্য ইবাদতেও, রাজি হয়ে যায়।
