আরতুগরুল বা আরতুগরুল গাজী ছিলেন ১৩শ শতাব্দীর একজন কায়ি গোত্রের বে, যিনি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা ছিলেন। উসমানীয় ঐতিহ্য অনুসারে, তিনি ওঘুজ তুর্কিদের (তৎকালীন সময়ে তুর্কমান নামে পরিচিত) কায়ি গোত্রের নেতা সুলেইমান শাহের পুত্র ছিলেন (এই দাবি অনেক ঐতিহাসিকদের সমালোচনার মুখে পড়েছে)।এই তুর্কমানরা মঙ্গোল বিজয় থেকে বাঁচতে পশ্চিম মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ায় এসেছিল।
১
আমি গাদ্দারকে মাফ করবো না যদিও সে আমার ভাই হয়।
২
দুটি হাত আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দিই না।বন্ধু হলে মিলিয়ে নিই আর শত্রু হলে কেটে দেই।
৩
প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, আর সাফল্য আল্লাহর হাতে।
৪
একজন কাপুরুষ প্রতিদিন মৃত্যুবরণ করে, আর একজন বীরপুরুষ কেবল একবার মৃত্যুবরণ করে।
৫
শেয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত, যতক্ষন নেকড়েরা ঘুমিয়ে থাকে।
৬
আজ যদি আমরা ভয়ে কাপুরুষতার চুড়ি পড়ি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে।
৭
সূর্য হবে আমাদের নিশান, আকাশ হবে আমাদের তাবু।
৮
দুনিয়াতে জুলফিকারের মত কোনো তলোয়ার নাই আর আলী রা. এর মত কোনো বাহাদুর নাই।
৯
সারা দুনিয়া বিরুধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না।
১০
বিজয় কখনোই আমাদেরকে অহংকারী বা দাম্ভিক করে তুলবে না, হাজারটা দূর্গজয় করার থেকে বেশী উত্তম একটি মন জয় করা।
১১
হতাশা আমাদের জন্য হারাম, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হবার কোনো হক্ব আমাদের নাই।
১২
সত্য পথের পথিককে আমার আল্লাহ কখনো একা ছেড়ে দেন না।
১৩
আমাদের পুর্বপুরুষদের ইতিহাস বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয়, বরং পুরুষদের বীরত্ব জাগানোর জন্য শোনানো হয়দুর্গজয় এবং সিংহাসন লাভ উদ্দেশ্য নয়, আমাদের ঝান্ডা আল্লাহর সন্তষ্টির জন্য।
১৪
সত্যকে সমুন্নত রাখতে যদি মহাপ্লাবনও আসে, আমরা তখন অটল থাকবো।
১৫
আমার শহীদি মৃত্যু যদি মেনে নিতে না পারো তাহলে আমার সামনে কোনো দিন এসো না(নিজের স্ত্রীকে)।
১৬
সত্য প্রতিষ্ঠার জন্য যদি পুরো পৃথিবীকে বিরক্ত করতে হয়, আমি পুরো পৃথিবীকে বিরক্ত করবো।
১৭
শয়তানের ধূর্ততার কাছে আমায় পরাজিত করো না হে আমার রব।
১৮
যুদ্বের ময়দানে যখন সিংহ থাকে না তখন খচ্ছর নিজেকে সিংহ ভাবতে শুরু করে।
১৯
যদি আমি অত্যাচারীদের না থামাতে পারি, তাহলে না আমি সেনা, না আমি বীর পুরুষ।
২০
যার কোনো স্বপ্ন নাই, তার কোনো ভবিষ্যৎও নাই।
২১
বাবা এমন একটি আশ্রয়, শীতকালে যে নিজে ঠান্ডায় থাকে কিন্তু সন্তানদের ঠান্ডায় থাকতে দেয় নাকারণ একজন বাবার হৃদয়ে প্রজ্জ্বলিত আগুনই তার সন্তানকে উষ্ণতা দান করেবাবা ছাড়া যদি তুমি সব পেয়ে যাও, তবুও মনে হবে তোমার কোথায় একটি ঘাটতি রয়ে গেছে, আর যদি তোমার একজন বাবা থাকে তাহলে তোমার কোনো কিছুর ঘাটতি মনে হবে নাবাবা হলো বট বৃক্ষের ন্যায় সে ফল না দিলেও তার ছায়ায় যথেষ্ঠ।
২২
হুকুম দেবেন সুলতান, শাহদাত দেবেন আল্লাহ।
২৩
অন্ধ বিশ্বস্ততা বাস্তবতার বড় শত্রু। আমি মাজলুমকে সাহায্য করবোই, যদিও সে আমার শত্রু হয়।
২৪
সত্যিকারের বীর পুরুষ কখনো চোখ নামিয়ে কথা বলে না।
২৫
একজন বীর পুরুষের দৃষ্টি তরবারীর চেয়ে ধারালো।