You are currently viewing নির্বাসন সাদাত হোসাইন উক্তি : নির্বাসন উপন্যাসের ২৫ টি উক্তি

নির্বাসন সাদাত হোসাইন উক্তি : নির্বাসন উপন্যাসের ২৫ টি উক্তি

নির্বাসন সাদাত হোসাইনের জনপ্রিয় একটি উপন্যাস। চরাঞ্চলের একটি ডাকাতপল্লীতে ঘিরে রচিত এই উপন্যাসটি প্রেম, পারিবারিক সম্প্রীতি, বিরহ, মৃত্যু, টুইস্ট সকল উপাদানেই পরিপূর্ণ। ডাকাতপল্লীর জীবনযাত্রা বর্ণনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের ছাপ, প্রেম কথোপকথনে স্টেশন ঔপন্যাসিকদের ছাপ, নারী চরিত্র নির্মাণে হুমায়ুন আহমেদের ছাপ ও কাহিনী নির্মাণের একটি অংশে বাংলা সান্ত্বনা চলচ্চিত্রের ছাপ লক্ষ্যণীয়। তবুও সকল ছাপাছাপি ছাপিয়ে নির্বাসনের ঘটনাপ্রবাহ পাঠককে পরের পৃষ্ঠায় টেনে নিয়ে যায়, এটাই উপন্যাসের মূল স্বার্থকতা।

যে ঘরে নারী নেই, সেই ঘরের চেয়ে মায়াহীন গৃহ আর জগতে নেই। একজন মা,একজন স্ত্রী, একজন কন্যা একটা ইট,কাঠ, পাথরের কাঠামোকে মুহূর্তে ঘর বানিয়ে ফেলতে পারে।

মেয়ে বড় হলে আর বাপের থাকে না,প্রথমে হয়ে যায় মায়ের, তারপর হয় জামাই, শ্বশুর -শ্বাশুড়ির।

পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান কারা জানেন? যাদের মেয়ে নেই। পেলে পুষে বড় করা মেয়েটিকে অন্য কাউকে কখনো দিয়ে দিতে হবে না।

আপনিবিহীন এ পৃথিবীটা কি ভীষণ জঘন্য!

কঠিন ধাঁচের মানুষদের যে কোমল অনুভূতি নেই, তা না। বেশিরভাগ কঠিন মানুষের সমস্যা হচ্ছে, তারা সেই কোমল অনুভূতিগুলো ঠিকঠাক প্রকাশ করতে পারেন না। কারো প্রতি প্রবল মায়া,স্নেহ, ভালবাসা থাকলে সেটি প্রকাশ করতে গিয়ে তারা সবকিছু এলোমেলো করে ফেলেন। ভালোবাসার বদলে শাসন দেখিয়ে ফেলেন। আনন্দের বদলে রাগ দেখিয়ে ফেলেন। ক্রমাগত এই বিব্রতকর অভিজ্ঞতা তাদের তখন আরো বেশি খোলসবন্দি করে ফেলে। তারা তখন তাদের জীবন কাটিয়ে দেন কঠিন মানুষের চেহারা নিয়ে।

ঘৃণা লুকিয়ে রাখা যায়, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না,কেউ যদি কেউকে সত্যি সত্যি ভালোবাসে,তবে সে টের পাবেই।

মায়া এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পাইয়ে দেয়৷ মায়ার প্রভাব ভালোবাসার চেয়েও বেশি। মায়া বড় ভয়ানক এক জাল। এই জালে একবার কেউ আটকে গেলে তার পুরোটা জীবন কেটে যায় সেই জাল ছিন্ন করতে করতে। কিন্তু দিন শেষে দেখা যায়, সেই জালে মানুষ আবার জড়িয়েই পড়েছে। আর কখনোই বের হতে পারে না সে। কিংবা বের হতে চাওয়ার ভান করলেও ভেতরে ভেতরে সে হয়তো আর বের হতে চায়ও না।

সময় মানুষকে ক্রমশই মুছে দেয়।

মেয়েদের অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। যাতে পুরুষরা নিত্য নতুন আবিষ্কার করতে পারে। না হলে তাদের আগ্রহ কমে যায়।

১০

যে সকল চাদাবাজদের রাজনৈতিক দল নাই তারা ডাকাইত, আর যাদের দল আছে তারা মসজিদের ইমামের মতো নিষ্পাপ। যদিও দুইদলের কাম একই।

১১

মায়া এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পাইয়ে দেয়।

১২

আমাদের সবার বুকের ভেতর ই একান্ত নিজের একটা জগৎ থাকে,একটা নিজের মানুষ থাকে।সেই মানুষটার কাছে আমরা শিশু হয় এ যেতে চাই।আমরা চাই সেই মানুষটা আমার খামখেয়ালি বুঝুক।আমার রাগ,অভিমান,ভালোবাসা,দুঃখ,আনন্দ সব বুঝুক।

১৩

ভালোবাসি বলতে হয় না,ওটা এমনি এমনি হয়ে যায়।

১৪

জীবন এক অদ্ভুত খেয়ালি ঘুড়ির নাম,সে কখনো উরে যেতে যেতে সুতোর টানে থমকে দাঁড়ায়,ফিরে আসে নাটাই এর কাছে।আবার কখনো কখনো সুতো ছিড়ে উরে যায় অসীম আকাশে,সেই আকাশে কখনো মেঘ থমথমে বৃষ্টির,কখনো আলো ঝলমলে রোদ্দুরের।

১৫

জীবনের আসল নাম আবেগ নয়,অভিজ্ঞতা।

১৬

একটা অনেক বড় স্বপ্নের জন্য আমরা ছোটখাটো অনেকগুলো স্বপ্নকে বাক্সবন্দী করছি।

১৭

তোমাকে চেয়েছি অন্ধকারের মতন,একাকী ভীষণ, গভীর এবং গাঢ়।তোমাকে চেয়েছি প্রার্থনা ও প্রেমে,যতটা রয়েছো তার চেয়ে বেশি আরো।

১৮

জগতের অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই।

১৯

নিজের স্বপ্ন নিজে ভাঙায় কোনাে অন্যায় নেই, কিন্তু কথা দিয়ে কথা না রাখা যেমন অন্যায়, তেমনি দায়িত্ব নিয়ে অন্যের স্বপ্ন ভাঙা তার চেয়েও বড়
অন্যায়।

২০

মানুষ বাঁচে কেন জানো?আশায়।মনে হয় কাল কি হবে, কাল কি হবে?এই কালকের দিনটা দেখার খুব ইচ্ছে মানুষের।মনে হয়, কাল হয় তো তার জন্যে ভালো কিছু অপেক্ষা করছে।

২১

মানুষের গভীরতম কান্না আর গভীরতম প্রার্থনা হয় একা নিঃশব্দে, গোপনে।

২২

ভালোবাসা কারণ না জেনেই হয়।কারণ জানলে বোধ হয় আর ভালোবাসা যায় না।

২৩

চইলা যাওন যত সহজ, ফিরা আহন তত সহজ না।

২৪

মনে রেখো ছিলো,কেউ আছে দূরের তারার মতো আরও দূরে গিয়ে সে এখনো আছে।

২৫

ঘৃণা লুকিয়ে রাখা যায়, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না,কেউ যদি কেউকে সত্যি সত্যি ভালোবাসে,তবে সে টের পাবেই।

Leave a Reply