খলিল জিবরানের পুরো নাম জিবরান খলিল জিবরান (৬ জানুয়ারি ১৮৮৩-১০ এপ্রিল ১৯৩১), তবে তিনি কাহলিল জিবরান নামে অধিক পরিচিত ও সমাধৃত। কাহলিল জিবরান ছিলেন একজন লেবানিজ-আমেরিকান কবি, লেখক শিল্পী। এছাড়াও তিনি দার্শনিক হিসেবেও বিবেচিত যদিও তিনি দার্শনিক পরিচয়টি প্রত্যাখ্যান করেছিলেন। কাহলিল জিবরান সর্বাধিক পরিচিত তার লেখা ‘দ্য প্রফেট’ এর জন্য, যেটি ১৯২৩ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয় এবং তখন থেকেই বইটি সর্বকালে সর্বাধিক বিক্রি হওয়া বইগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। এই বইটি এখন পর্যন্ত ১০০ টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৩০ এর দশকে বইটি বেশ জনপ্রিয়তা পায়। সর্বাধিক বিক্রিত বইয়ের লেখকগনের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার ও আগাথা ক্রিস্টির পরই জিবরানের অবস্থান।
১
গতকাল হলো আজকের স্মৃতি আর আজকের স্বপ্ন হলো আগামী।
২
প্রকৃতি তোমাকে শেখাবে ধৈর্য ও ভারসাম্যের শিক্ষা।
৩
তুমি যখন ধন-সম্পদ দান করো সেই দান এক ক্ষুদ্র দান, কিন্তু যখন আত্মদান করো সে দানই আসল দান।
৪
নীরবতায় অনেক কিছু বলা যায়, যা শব্দে প্রকাশ করা যায় না।
৫
তোমার সন্তানেরা তোমার সন্তান নয়। তারা জীবনের জন্য জীবনের আকুল প্রত্যাশার পুত্র- কন্যা। তারা তোমাদের মাধ্যমে আসে, কিন্তু তোমাদের ভেতরে জন্ম নেয় না।
৬
আমরা একে অপরের জন্য জন্মেছি, তবে একে অপরের মালিক নই।
৭
দুঃখের আঘাতে তোমার অন্তরের ক্ষত যত গভীর হয় তত বেশি সুখ তুমি ধরে রাখতে পারো।
৮
শিশুর মধ্যে আমরা প্রকৃত ভালোবাসা ও নির্ভেজাল আনন্দ দেখতে পাই।
৯
কষ্ট তোমার জীবনের সে আবরণটা ভেঙে দেবে, যা তোমার উপলব্ধিকে সীমাবদ্ধ করে রাখে।
১০
তুমি যদি কাউকে সত্যিই জানতে চাও, তবে তার কষ্টের মুহূর্তগুলোর দিকে তাকাও, সুখের সময় নয়।
১১
সৌন্দর্য হল একটি আয়নায় স্থির দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকা চিরসত্য।
১২
ভালোবাসা যখন তোমাকে ডাকবে, তখন তাকে অনুসরণ করো, যদিও তার পথ কঠিন ও বন্ধুর হয়।
১৩
তোমরা একে অপরকে ভালোবাসো কিন্তু ভালোবাসার বন্ধন করে তোল না বরং তোমাদের ভালোবাসা হোক দুটি হৃদয়ের বেলা ভূমির মাঝে এক উচ্চসিত সমুদ্র।
১৪
অতীত আর ভবিষ্যৎ শুধু আমাদের মনেই আছে, বাস্তবে শুধু বর্তমানই সত্য।
১৫
ভালবাসা প্রতিদিন ভালবাসা নবায়ন করে না , যা পরিণত হয়েছে অভ্যাসে এবং এর উল্টোদিকেই রয়েছে দাসত্ব।
১৬
আপনার দুঃখই আপনার আনন্দের উৎস।
১৭
সন্তুষ্টির সাথে একজনের জীবনের দিকে ফিরে তাকাতে সক্ষম হ’ল দু’বার বেঁচে থাকা।
১৮
তোমরা তোমাদের হৃদয় বিনিময় করো, কিন্তু একে ওপরের হাতে তা সঁপে দিও না।
১৯
জীবন যখন তার হৃদয়ের কথা বলার জন্য একজন গায়ক খুঁজে পায় না তখন সে উপস্থিত করে একজন দার্শনিক কে তার মনের কথা বলতে।
২০
আপনি যদি কাউকে ভালবাসেন তবে তাকে ছেড়ে দিন, যদি সে ফিরে আসে তবে সে সর্বদা আপনার ছিল। যদি তা না করে তবে সে কখনও আপনার ছিল না।
২১
বন্ধুত্ব সর্বদাই একপ্রকার মধুর দায়িত্ব, কখনোই সুযোগ নয়।
২২
সাধ্যের চেয়ে বেশি দেয়ার নাম বদান্যতা। আর প্রয়োজনের চেয়ে কম নেয়ার নাম অহং।
২৩
ভালবাসা হচ্ছে আলোর একটি শব্দ , লেখা হয়েছে আলোর হাতে , আলো নির্মিত কাগজের উপর।
২৪
নিজেকে পরিপূর্ণ করা ছাড়া ভালোবাসার আর কোনো কামনা নেই।
২৫
যাকে তুমি ভালবাসো , তুমি তার একজন দাস । কারণ তুমি তাকে ভালবাসো এবং একজন দাস ভালবাসে তোমাকে কারণ সে ভালবাসে তোমাকে।
২৬
একজন ব্যক্তির হৃদয় ও মন বোঝার জন্য সে ইতিমধ্যে কী অর্জন করেছে তার দিকে না তাকিয়ে বরং তিনি কী করতে চান তা লক্ষ্য করুন।
২৭
সৌন্দর্য মুখে থাকে না , সৌন্দর্য হল হৃদয়ের আলো।
২৮
যখন একজন পুরুষের হাত একজন নারীর হাত স্পর্শ করে তখন প্রকৃত অর্থে তারা দুজনেই স্পর্শ করে অনন্তের হৃদয়।
২৯
তুমি যদি তোমার অধিকারে থাক তাহলে অবশ্যই দাবী করার কিছু নেই।
৩০
প্রেম ছাড়া জীবন ফুল বা ফল ছাড়া গাছের মতো।