You are currently viewing ইবনে সিনার উক্তি : ইবনে সিনার ৩০ টি বিখ্যাত উক্তি

ইবনে সিনার উক্তি : ইবনে সিনার ৩০ টি বিখ্যাত উক্তি

ইবনে সিনা ছিলেন একজন পারসিক বহুবিদ্যাবিশারদ। তার পুরো নাম আবু আলি হুসাইন বিন আব্দুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা। পাশ্চাত্যে তিনি আভিসিনা নামে অধিক পরিচিত। ইবনে সিনাকে ইসলামি স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গণ্য করা হয়। তর্কসাপেক্ষে প্রাক-আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক।

ইবনে সিনা ছিলেন গ্রিক অ্যারিস্টটলীয় দর্শন দ্বারা প্রভাবিত একজন পেরিপেটিক দার্শনিক। ধারণা করা হয় যে তিনি ৪৫০টি গ্রন্থ রচনা করেছিলেন যার মধ্যে ১৫০টি দর্শনশাস্ত্র বিষয়ক এবং ৪০টি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রচনাসহ মোট ২৪০টি গ্রন্থ বর্তমানে টিকে রয়েছে। তার সর্বাধিক বিখ্যাত রচনাগুলোর মধ্যে কিতাবুশ শিফা অন্যতম, যেটি একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ। তার আরেকটি এমনই প্রসিদ্ধ গ্রন্থ কানুন ফিততিব একটি চিকিৎসাবৈজ্ঞানিক বিশ্বকোষ; যা বহু মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রামাণ্য চিকিৎসা শাস্ত্রের পাঠ্যবই হিসেবে যুক্ত করা হয়েছিল। ১৬৫০ সাল পর্যন্ত গ্রন্থটি সরাসরি পাঠ্যবহই হিসেবে ব্যবহার হতে থাকে। দর্শন এবং চিকিৎসাশাস্ত্র ছাড়াও ইবনে সিনার রচনা সংকলনে জ্যোতির্বিজ্ঞান, আলকেমি, ভূগোল এবং ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলামি ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিজ্ঞান এবং কবিতা বিষয়ক লেখাও অন্তর্ভুক্ত রয়েছে।

যেমন সোনা বা রূপার ধ্যান রাখেন, ঠিক তেমনি নিজের জিভের ও খেয়াল রাখুন।

পৃথিবী দুই ভাগে বিভক্ত। ধার্মিক যাদের কোনো বুদ্ধি নেই, ও বুদ্ধিমান হচ্ছে তারা যাদের কোনো ধর্ম নেই।

সৃষ্টিকর্তার মতো এই পৃথীবিরও কোন শুরু এবং শেষ নেই।

আমার মত কাউকে ব্লাসফেমীর দায়ে অভিযুক্ত করা সহজ কিংবা সহজলভ্য নয়। আমার চেয়ে দৃঢ় বিশ্বাস আর নেই। আমার মত কেউ যদি অধার্মিক হয়ে থাকে, তবে পৃথিবীতে আর কোন মুসলিম নেই।

বেশি কথা বলা থেকে বাঁচুন, কেন না বেশি কথা বললে ভুল হয়। একঘেয়েমি ও অনুভব হয়।

এতটা শক্ত হওয়ার দরকার নেই যে কেউ আপনাকে ভেঙে দেবে। আর এতটা নরম হওয়ার দরকার নেই যে আপনাকে চেপে দিয়ে চলে যাবে।

শরীরের শোষণের জন্য খাওয়া জরুরী, তেমনি আত্মার পোষণের জন্য অপরের সাহায্য করা লাভদায়ী হবে।

আপনার প্রতিটি আশা শুধু ঈশ্বরের প্রতি হওয়া উচিত। নিজের পাপ কে ছাড়া পৃথিবীর কোন জিনিসকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

মহান ব্যক্তি দুটি কার্য সর্বদাই করে। প্রথম – ভুল কে ক্ষমা করা, দ্বিতীয় – ঐ ভুল কে ভুলে যাওয়া।

১০

গরীব ব্যক্তি নিজের দেশেই বিদেশিদের মত থাকে।

১১

আল্লাহ, পরম সত্তা, স্থান দ্বারা পরিবেষ্টিত নন, সময় দ্বারা স্পর্শ করা হন না; তাকে একটি নির্দিষ্ট দিকে পাওয়া যায় না, এবং তার সারমর্ম পরিবর্তন করা যায় না। এসব গোপন কথোপকথন সম্পূর্ণরূপে আধ্যাত্মিক; এটি ঈশ্বর এবং আত্মার মধ্যে একটি সরাসরি আলাপ, যা সমস্ত বস্তুগত সীমাবদ্ধতা থেকে বিমূর্ত।

১২

ধৈর্য্য ধারণ করলে সফলতা নিশ্চয়ই পাওয়া যায়।

১৩

ধর্মে বর্ণিত স্বর্গ-নরকের ধারণা বহুলাংশে অলীক। পরকালে শুধু আত্মার পুনরুত্থান হবে।

১৪

আমাদের শত্রু কোন ধর্মের নেই, কিন্তু আমাদের সবথেকে বড় শত্রু হল অজ্ঞানতা।

১৫

একজন বেখেয়ালী ডাক্তার মূলত মৃত্যুকে সাহায্যকারী।

১৬

আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।

১৭

আপনার কাছে যদি কিছুই না থাকে তো কোন ব্যাপার না। অপরের কাছে ভিক্ষা করার থেকে তো ভাল হবে।

১৮

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো।

১৯

বুদ্ধিমান ব্যক্তির কাছে বলার জন্য সব সময়ই কিছু না কিছু থাকে। যেখানে একজন বোকা ব্যক্তির কিছু বলার জন্য প্রয়োজন অনুভব হয়।

২০

যে ব্যক্তি অপরের উপর ঈর্ষা করে সে কখনো আরাম করতে পারে না, আর যে ব্যক্তির মধ্যে শিষ্টাচার থাকে না তাকে কেউ ভালবাসে না।

২১

যে জিনিসটা আপনি অপরের মধ্যে পছন্দ করেন না, সেটা নিজেও অপছন্দ করতে শিখুন।

২২

একমাত্র প্রকৃত জ্ঞান হলো এটা জানা যে, তুমি কিছুই জানো না।

২৩

যখন মনে কোন অনুভূতি থাকে না তখন অশ্রু শুকিয়ে যায়। আর বারবার পাপ করলে হৃদয় পাথরের হয়ে যায়।

২৪

যখন আপনি অসুস্থ হয়ে পরবেন তখন ভয় পাওয়ার প্রয়োজন নেই, বেশি বেশি করে আশা করার চেষ্টা করুন।

২৫

কখনো কখনো আমরা সুস্থ হতে চাই না, কারণ সেই কষ্টই আমাদের হারানো জিনিসের সাথে শেষ বন্ধন।

২৬

জীবনের দৈর্ঘ্যের চেয়ে জীবনের বিস্তারই বেশি গুরুত্বপূর্ণ।

২৭

মুল্য জলের নেই, পিপাসার হয়। জীবনের কোন মানে নেই, মৃত্যুই হল সব। কথা কখনো সম্পর্কের হয় না, কিন্তু বিশ্বাসের হয়।

২৮

নিরব থাকা সবচেয়ে শক্তিশালী উত্তর।

২৮

চিন্তার শক্তি তোমাকে হয় অসুস্থ করতে পারে, নয়তো আরোগ্য দিতে পারে।

২৯

অসাধ্য কোনো রোগ নেই — শুধু ইচ্ছাশক্তির অভাব আছে।
অকারণ কোনো ভেষজ নেই — আছে কেবল জ্ঞানের অভাব।

৩০

সত্য বললে ধার্মিকতা পাওয়া যায় আর ভাল ভাবনার ব্যক্তির জান্নাত নসীব হয়।

Leave a Reply