You are currently viewing সংশপ্তক উপন্যাসের উক্তি – উপন্যাসের অসাধারণ কিছু লাইন ও উক্তি

সংশপ্তক উপন্যাসের উক্তি – উপন্যাসের অসাধারণ কিছু লাইন ও উক্তি

“সংশপ্তক” শব্দের অর্থ—যারা মৃত্যু পর্যন্ত লড়াই করে যায়, পিছু হটে না। উপন্যাসটিতে শহীদুল্লা কায়সার এই প্রতিজ্ঞাবদ্ধ মানুষদের জীবনের গল্প বলেছেন, যারা অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়।

বাইরের পৃথিবীতে আমরা শুধু আপন মনের প্রতিবিম্বটাই দেখি, দেখতে চাই। তাই সঠিক দেখাটা কদাচিৎ সম্ভব হয় জীবনে।
-শহীদুল্লাহ কায়সার (সংশপ্তক)

“মৃত্যুর শেষ মৃত্যুই। মৃত্যুর শেষ জীবন, সে কদাচিৎ। কেননা জীবনের জন্য মৃত্যুটা দুর্লভ। কিন্তু রাতের পর দিন, প্রকৃতির অমোঘ ধর্ম।”
~ শহীদুল্লাহ্ কায়সার (সংশপ্তক)

” ছোট ছোট ব্যক্তিগত প্রতিরোধ গুলোই তো সমষ্টিকে অনুপ্রানিত করে। যেমন ত্যাগ, একের ত্যাগ অন্যকে প্রেরনা যোগায়।”
~ সংশপ্তক, শহীদুল্লাহ কায়সার

এক ধারায় নয়, বহু ধারায় প্রবাহিত জীবন। যদি শুকিয়ে যায়, যদি রুদ্ধ হয় একটি ধারা আর এক ধারায় জীবন বয়ে চলে সার্থকতার পানে। এটাই জীবনের ধর্ম। সহস্র ধারায় জীবনের বিকাশ, অজস্র পথে তার পূর্ণতা।

“আমাদের সুখ-দুঃখের গণ্ডীটাও বড় ক্ষুদ্র। সেই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়েই বিচার করতে চাই এতবড় দুনিয়াটাকে। তাই এত বিড়ম্বনা পায়ে পায়ে। না পারি নিজেকে যাচাই করতেম না পারি অপরকে বুঝতে।”
~ সংশপ্তক, শহীদুল্লাহ্ কায়সার

আমাদের একান্ত ব্যক্তিগত আর ছোট ছোট দুঃখ কষ্টগুলোকে অযথা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখি আমরা। আর সত্যিকার বড় বড় দুঃখ যা তোর আমার ব্যক্তিগত কষ্ট বা দুঃখ নয়, যা বিশাল মানব গোষ্ঠীরই দুঃখ সে সব হয় আমাদের স্পর্শ করে না, অথবা কিছুক্ষণের জন্য ব্যথিত হয়েও ভুলে যাই সহজে।
-শহীদুল্লাহ কায়সার (সংশপ্তক)

তুমি যাও পরিচিত কোন ডাকে
বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে.

কাফনের কাপড়ে কর্পূর পানি ছিটিয়ে দিল। সাথে একটু গোলাপ নির্যাস। এ যেন পাক হয়ে সাফ হয়ে গন্ধ মেখে নতুন পোশাকে কোনো এক আনন্দ যাত্রা। অথবা এ এক অন্তিম আকুতি মানুষের আজন্ম সৌন্দর্য কামনার। সুন্দর হয়ে পবিত্র হয়ে, সারাক্ষণ খোসবু দিয়ে নিজেকে ঘিরে রাখা, এমন করে যে বাঁচা সে কয়টি মানুষের ভাগ্যে ঘটে? হয়ত তাই সবারই আকাঙ্খা শেষ যাত্রার সময় পৃথিবীর শেষ দিনটিতে সব কাদা কালি ধুয়ে মুছে আতর মেখে নতুন পোশাকে ওরা সাজুক। সেজে গুঁজে যাত্রা করুক।

-শহীদুল্লাহ কায়সার (সংশপ্তক)

Leave a Reply