You are currently viewing রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ প্রেমের উক্তি : ৩০ টি প্রেমের উক্তি

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ প্রেমের উক্তি : ৩০ টি প্রেমের উক্তি

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। সুপ্রিয় পাঠক এই ব্লগে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ এর কিছু বিখ্যাত প্রেমের উক্তি তুলে ধরছি।

১#

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক।

২#

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।

৩#

কিছু বলার ছিলো তবু
নিজের কাছে নিজেই আমি
প্রশ্নবো্ধক রেখা !

৪#

তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ ,
তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।

৫#

চলে যাওয়া মানেই প্রস্থান নয় ,
বিচ্ছেদ নয় ,
চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী ।
চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে…

৬#

এমন কি ভালোবাসাও
ইদানীং আমাকে আর
ভালোবাসে না।

৭#

আঁকড়ে থেকো না কিছু।
যে যাবার তাকে যেতে দাও
যে ফেরার সেতো ফিরবেই..

৮#

আমি একা, এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা।

৯#

দূরত্ব জানে শুধু একদিন খুব বেশী নিকটে ছিলাম।

১০#

প্রেম দুর্বোধ্য, নারী দুর্বোধ্য
এবং তুমিও তোমার
প্রেমের মতোই দুর্বোধ্য।

১১#

দিচ্ছো ভীষন যন্ত্রনা
বুঝতে কেন পাচ্ছ না ছাই
মানুষ আমি, যন্ত্র না।

১২#

নীলাকে কখনো নীল শাড়ি পরতে দেখিনি।

১৩#

কেন এলে বলো বেশতো ছিলাম
শুধু শুধু করাঘাত করলে চেতনায়
বড়ো অবেলায় এলে – বড়ো অবেলায় ।

১৪#

তোমার কাছে পৌঁছাতে আমার এক যুগ কেটে গেল।

১৫#

প্রচুর দূরত্ব হয়ে আছো

১৬#

অভিমান ভালোবেসে তোমায় ভুলতে গিয়ে তোমাকেই নির্মান করেছি॥

১৭#

কারো জন্যেই তো কেউ অপেক্ষা করে না’
যে যার মতোন ব’য়ে যায়।

১৮#

তুমি জানিবে, আমি জানিব
এ প্রেম শুধু তোমার আমার।

১৯#

আমরা কি কোনোদিন আর কোনো কথা বলবো না?

২০#

নীল অভিমানে পুড়ে একা আর কতোটা জীবন?
কতোটা জীবন!!

২১#

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকিনা কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।

২২#

দূর থেকে যারে মনে হয়েছিলো ভীষন কঠিন
আসলে সে তার সবটুকু জুড়ে ছিলো সরলতা।

২৩#

তুমি নেই, কোথাও তোমার ছায়া নেই, ঘ্রান নেই।

২৪#

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

২৫#

পেছন থেকে তুমি পুরোনো প্রেমের স্বরে
ডাকলেও আমি তাকাবো না আর ভালোবাসা।

২৬#

তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ ,
তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।

২৭#

কিছু বলার ছিলো তবু
নিজের কাছে নিজেই আমি
প্রশ্নবো্ধক রেখা !

২৮#

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।

২৯#

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক।

Leave a Reply